মুখোমুখি দুটি জানলা
ছুঁতে চায় দুহাত বাড়িয়ে
দুটো বদ্ধ ঘরের অন্ধকার,
বুকে নিয়ে পাল্লার স্পন্দন|
মাঝের শুন্য রাস্তাটুকু
পেরিয়ে নিঃসীম স্তব্ধতা,
অন্ধ মাঝরাতে ছুঁতে চায় শুধু
দুপারে জানলার দুটো খোলা পাল্লা...
জানলার কার্নিশে আনমনা মাঝরাত স্বপ্নিল...
একা বসে চুপিসারে উঁকি দিয়ে যায়,
হাতড়িয়ে খোঁজে তিনখানা মন;
উৎকণ্ঠায় অস্থির অনাবিল।
আর একলা গুমরে মরে ঘুরে অন্ধকারে,
বদ্ধ ঘরে বন্দী একটা রাত্রি গাঢ় নীল...
উদাসিন একটা রাত্রি আবছা নীল...
আর, একটা রাত্রি কালচে নীল।