একটা একলা দুপুর...
আর, তার দুমড়ানো মোচড়ানো
একঘেয়ে অবসন্ন বিছানার চাদরের ভাঁজে
আমার পড়ে থাকা, যেন
বন্ধ চোখের বন্ধনহীন অন্ধকারে
খুঁজে চলা নিজের অস্তিত্ব, কৃষ্ণগহ্বরে...
বিরামহীন অন্ধকারে
রঙিন কিছু বলয়ের খেলা...
দীর্ঘ থেকে দীর্ঘতর ঘুমের ব্যারিকেড যেন,
ভাঙে না... চেতনায় শুধু বদল হয়
পরে থাকা রাজপথের অলিন্দের মতো,
জমায়েত শেষে নির্বিকার দলবদ্ধ নিস্তব্ধতার মতো...
বিশ্বাসে অবিশ্বাসে হারিয়ে ফেলা মুহূর্তে
সূর্যাস্তের মতো অবলুপ্ত চেতনায়
খুঁজে ফেরা স্বপ্ন জ্বোনাক...
এ যেন শুধু সম্বিতে ছুঁতে চাওয়া ইন্দ্রিয় মাঝে
বয়ে চলা বেলা অবেলার ধূসর খাঁজে
মুঠো ভরা ঝিঁঝিঁর ডাক...
জানি না এ কোন মায়া হারানোর বাঁকা পথে,
বার বার পেতে চাওয়া ফিরে জাগরণে,
শিহরণে, মুখরিত সুখসাজ;
যদি পথ নাই থাকে একসাথে হেঁটে যেতে বহুদূর,
জ্বোনাকিরা জ্বলে যাক রঙিন বলয়বৃত্তে,
ঝরে যাক মুঠো থেকে ঝিঁঝিঁর ডাক...
হোক চিরন্তন, বন্ধনহীন অন্ধকারে একাকী
খুঁজে পেতে চাওয়া আমার অস্তিত্ব, নিঃসীম।