নিস্তেজ, নিষ্প্রভ,
বিবর্ণ, ঝিরঝিরে বৃষ্টিতে
আজ বড় ঘুম ঘুম পায়;
ফিরে গিয়ে আমি এখন
আলোতে দাঁড়াতে চাই না আর।
টিমটিম মিটমিট
করে জ্বলে ওঠা তারারাও
আজ ঘুমোতে চায় এখন;
বিবর্ণ তারা, ক্লান্ত তারাও
নিস্তেজ, নিষ্প্রভ আমারই মতন।
প্রতিবেশী অন্ধকারে
জেগে থাকে বিদায়ের সাক্ষী...
চাঁদের ছায়ায় নিভন্ত প্রদীপ,
জমে ওঠে বাষ্প মেঘ জলে,
চোখে আরও ঘন হয় ছায়ার আঁধার।
স্বস্তিহীন অলসতার
শব্দকোষের গুপ্ত শব্দগুলো
নড়াচড়া করে না এক পাও...
জানলার পাশে শুয়ে থাকে;
যেন, ফুটতে চাওয়া এক পক্ষঘাতগ্রস্ত স্বপ্ন !