প্রত্যেকে একটা গল্প বলতে পারে,
বছরের পর বছরের তাদের ভাবার অধিকার নিয়ে...
অধিকার হ্রাস করার অধিকার কি কারোও আছে!
প্রত্যেকের নিজ নিজ অবস্থানে
সুখের ভাগ আছে,
স্বাধীন বায়ু আছে,
পাহাড়ের ওপারের সমভূমি পেরিয়ে
পুরনো ও নতুন উপায়ে বেঁচে থাকার একটা সুযোগ আছে...
এটাই সবার অবস্থান;
এই পরিচিত লড়াইয়ের
প্রত্যেকে একটা গল্প বলতে পারে।
বছরের পর বছরের তাদের ভাবার অধিকার নিয়ে,
অধিকার হ্রাস করার অধিকার কি কারোও আছে!
কেন অস্তিত্ব এত ছোট?
কেন শকুনের শোকের মত
শূন্যতার মধ্যে পড়ে থাকা?
তারপর আবার ভেসে ওঠা... প্রসারিত ডানা... অস্থির...
হঠাৎই পৃথিবীর নীল মুহূর্তের মত স্পষ্ট
জ্বলন্ত এক মুখের স্বপ্নে আসে ভালবাসা,
আঁকড়ে ধরে টেনে নামায় এক একটি গল্প...
পাহাড়ের ওপারের অদ্ভুত স্বপ্নভুমি!
ভূ-সীমা ছাড়িয়ে যে শব্দ
প্রতিধ্বনিত হয় উঁচুতে,
বয়ে যায় উদ্দেশ্যহীন মেঘের ভেতর দিয়ে,
তার প্রতিধ্বনি পাখির ডাকের মত হয়... তবু নম্র নয়...
বিলুপ্ত হওয়া প্রেমের প্রকৃতি অতিক্রান্ত হয়;
প্রজাপতির ডানায় তার অধিকার...
এটাও একটা গল্প হতে পারে।
হতে পারে এটাই সবার অবস্থান ...
প্রত্যেকের অধিকার...
অধিকার হ্রাস করার অধিকার কি কারোও আছে!