আজ...
সূর্যাস্তের সময়
জঙ্গলের ওপারে পৃথিবীতে
দল বেঁধে শান্তি আসছে নেমে;
রাত্রি নামার সাথে সাথেই
নীরবতায় তুলে রাখা
আর্দ্র ঘাসে বাসা বাঁধছে তারা,
দুর্গ গুহার মাঝে মন্ত্রমুগ্ধ অবস্থায়
রাতের শিশির ভেজা আশ্রয়ে
অনেক একশ বছর ধরে
স্বতঃসিদ্ধ ঘুমের আশায়।
কারণ...
অনেক শান্তি খুঁজেছি
এক শহুরে কোলাহলে আমি,
স্বতঃসিদ্ধ ঘুমের আশায়
অনেক একশ বছর ধরে;
আমার চারণভূমি সূর্যাস্তের সময়
পূব দিকে ধূসর হওয়া গোপন সকাল
লুকিয়ে রাখে অনেক একশ বছর ধরে,
ছায়ার মাঝে আবছা দ্যাখা নদীর জলে
নীরবতায় তুলে রাখা
কালো এক জীর্ণ দৃষ্টি থেকে।
তাই...
রাতের শিশির ভেজা আশ্রয়ে
দুর্গ গুহার মাঝে মন্ত্রমুগ্ধ অবস্থায়
আর্দ্র ঘাসে বাসা বাঁধছে তারা;
রাত্রি নামার সাথে সাথেই
দল বেঁধে শান্তি আসছে নেমে
জঙ্গলের ওপারে পৃথিবীতে।