আমার পায়ের তলায় নীল রঙা গালিচা,
আর তার নীচে আদিগন্ত বিস্তৃত মেঘের সংসার...
তারও বহু নীচে গাদাগাদি করে বাস করে সব বাড়ি ঘর
চৌখুপি এক দাবার ছকের মতন;
যুদ্ধ সেখানে একটি বিষয়ে, কার মাথা কত বড়।
ঘেঁষাঘেঁষি আর ঠেসাঠেসি হওয়া অধিকার জড়সড়,
নিজেদের ভিড়ে খুঁজছে হারিয়ে
উচ্চতা দিয়ে নির্ণয় করা যোগবিয়োগের ফল;
তারাও ভাসে হাওয়ার ওপর, পায় না কোনও তল।
আমারও কোনও তল নেই আজ,
ভাসছি তাদেরই মতন...
যে সংসার ছুঁয়ে যাই আমি
তারও বুকে নীল ক্ষত।
রাত্রিকালের যাত্রাপথে
মিছেই যদি বা ঘুরি,
নীল গালিচায় দাঁড়িয়ে তবুও
নীল চাঁদ ছুঁতে পারি।
অবলুপ্ত অধিকার শুধু ওপর পানেই চায়,
শুভ্র মেঘের ফাঁকে কেবল সূর্যাস্তই পায়;
বাড়ছে ওরা সবাই মাথায়, তবু মাথা ছাড়ায় না...
তাই আমার মতন করে কেউই চাঁদ ছুঁতে পারে না।