এই পারে হয় ক্ষয়,
এক বুক খিদে নিয়ে শুধু
ছুটে চলেছে নদী অজানায়...
ওদিকেও ভেঙ্গে চলেছে পার;
ভেঙেছে তো সেও,
পেয়েছে যেখানে যা কিছু
রাখা আছে সে সবকিছু যতনে...
দূরে তারাদের সে আপন ঠিকানায়;
কখনও পারেনি ছুঁতে
তারারাও সে অর্জিত সম্পদ,
তবুও প্রতীক্ষায় ভাঙা দু'পারের চর...
কোনোদিন পারে যদি ছুঁতে দুজনার সে ক্ষয়।
বসে থাকে অলস দুপুর
সন্ধ্যার পথ চেয়ে নিরালায়...
নদীর দু'পারে দুপারও তেমনি ভাবে, কবে
স্বপ্ন পাবে, ছুঁতে তারা ভরা ওই নীল রঙা জানালায়।