এখনও গল্প লেখো মৌসুমি!
তোমার মাটির ময়না কবে চিল হয়ে উড়বে আকাশে,
সেই আশাতেই আজও আমি ঘর বাহির করি...
হয়তো চাই তুমিও চিল হও,
অপেক্ষায় থাকি ভাগ্যলিখনে কবে
নিয়ে যাবে বুকের ক্ষত;
এই ছুটে চলা এক্কাগাড়ি ছুঁতে চায় তোমার ঘুড়ি।
এখানে সকাল নাম ধরে ডাকে,
তারপর বৃষ্টি নামে...
ভিজে যায় তোমার ঘুড়ি, তোমার চিঠি,
তবুও আমি যা দেখি
কিছু ফেলতে পারিনা;
এক একটা দিন বড় একা লাগে...
এক একটা দিন যখনই একটু ছুটি,
ক্লান্তিমাখা পায়ে খুঁজে নিতে তোমার ঠিকানা...
স্বপ্ন দেখবো বলে একলা চিলেকোঠায়,
পাখি উড়ে যায় কোথায় বুঝি না!
অন্য সময়ে আমার কিছু কথা
অনন্যের খোঁজে তারাবাতির স্ফুলিঙ্গে
সংখ্যালঘুর মত দিব্যি ছুঁয়ে নেয় তোমায়...
আবারও গান গাও মৌসুমি, আবারও চিল হও...
আমার নাম ধরে ডাকা সকালবেলায়,
তোমার কাটা ঘুড়ি ঝুপ করে নেমে এসে
বাস করুক আমার বুকের ক্ষতে;
সেই ঠিকানাই হোক তোমার মাটির ময়নার স্বরলিপি!