কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়;
বাঁশীর সুরে মেঘ পাহাড়ে মনটা আজও ভাসছে তাই ...
লাল রঙা ওই পথের পাশে একলা কদম গাছের ছায়,
জল ভরা মেঘ টুকরোখানি শুধুই বুকের নাগাল চায়।
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়;
তবু শীর্ণ নদী বাঁকে বাঁকে খুঁজছে সে যৌবন কায় ...
হয়নি যে পার দেখা, সে না দেখা হলে কিইবা হয়,
একখানি পার চলার পথে না দ্যাখাই রয়ে যায়।
ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বায়...
একলা আকাশ, একলা গাছ আর একলা পাহাড় ঢালের গায়ে,
রোদলা দুপুরে জংলা হাওয়ায় মেঘ ঘন ছায়া ছায়া নায়ে,
গায় কে সে গান আজও বসে অমন উদাস সুরে যে হায়!
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়...
পথের পাশে, কদম তলায় নদীর বাঁকে পাথরটায়,
জল ভরা মেঘ যখন তখন বৃষ্টি হয়ে ঝড়তে চায়,
শুধু আঙুল জানে কোন প্রবাসে কার সাথে কার আলাপ হয়!