আমার দেখা সেরা সূর্যাস্তের গল্পটা
একটা ছোট্ট নদীর বাঁকে,
তোমাকে একদিন একটা সমুদ্র শুনিয়ে যাবে |
যদি কোনদিন তার পাশে এসে বসো;
যেখানে রঙ হারাতে হারাতে
সূর্যটা নীল হয়ে যায় চাঁদের মতো,
দাউ দাউ করে জ্বেলে দেয় বেলাবভূমি ...
সেখানে তখন কান পেতে শুনো তুমি
শতাব্দীর সে এক কক্ষপথে
কিভাবে নদীটা সাগরের বুক ছুঁয়ে
সিথি ভরে নেয়, ডুবে যাওয়া নীল রঙে |
তুমি তখন শুধু নীল আচঁল ধরে,
হেটে চলে যেও সেসব কক্ষপথে ...
আমিও ঘুরেছি অনেক অক্ষ ধরে ,
দূরের কাছে সে গন্তব্যের খোঁজে |
আমি হেটেছি, না পথ হেটে গেছে একা,
বুঝিনি সুদূরে সূর্য ডোবার কালে,
শুধু ছুঁয়ে গেছি ক্ষমাহীন ভালবাসা ...
সাগরের বুকে নদীর সোহাগী চালে |