প্রবাসী মনে
যখন ইরানি ফিরোজা রঙে
ব্যথা গুলো জমে থাকে নিঃশব্দে,
নির্জনতার ও ধ্বংসের কথা হয় সেই ক্ষণে!
ফাঁকা আলমারির মতো দিনগুলো
যখন ভাঙা ছাদের মতো রাতের সাথে যায় মিশে;
মিশে যায় ইঁট দিয়ে গাঁথা কথাগুলো ফাঁকা ঘরের সাথে,
তখনই হয়তো সবার মৃত্যু হয় এখানে|
যে শব্দগুলো চলে গেছে পিছে,
আর যারা এগিয়ে গেছে কিছুটা, বা আমার থেকে অনেক দূরে...
অনেক কিছু বলার ঢেউগুলো সব বুকেতে নিয়ে
হারিয়ে ফেলে অনেক কিছুই বেশি পাওয়ার থেকে,
বিনিময়ে শুধু নিজেদেরই কাঁদিয়ে
কি খুঁজতে গেছে তারা কে জানে!
অবসরে যদি তারা কখনো যায় মিলে,
বলবে কি কথা তারা, কি খুঁজতে চেয়েছিলো চলে গিয়ে?
আর সব শুনে যদি কখনো আসতে চায় ফিরে...
কি আর পাবে এখানে ফিরে এসে!
সব কিছু বদলে গেছে আজ এখানে...
যা কিছু পাওয়ার ছিল সে সব মৃতদেহের সাথে
ছাদ ভাঙা রাতের তাকে খালি আলমারিতে
তারা কি আর চাইবে রয়ে যেতে?
কে জানে!