চোখদুটো বড় টানে;
হ্যাঁ, টানা টানা বড় চোখদুটো
দীঘির মত গভীর, সে যাদুকরী!
কাঁচাপাকা চুলের চৌহদ্দি পেরিয়ে
ঘন জঙ্গল থেকে যেমন সূর্য উঁকি মারে,
তেমন করে চেয়ে থাকে অনন্তে অপলকে,
তা থাক গে আপন মনে...
আমায় দেখুক বা না দেখুক,
আমার দুচোখ লেগেই থাকে কেবল
দীঘির মত গভীর যাদুকরী দুই চোখে।
কে জানে হয়তো দূরে, উদাসী ভঙ্গিমাতে
দৃষ্টি খোঁজে আমাকেই, অনন্তে আপন মনে...
কি জানে কি খোঁজে;
তোমার দৃষ্টি রবিঠাকুর!
দেওয়াল ঝোলা চৌখুপি ঐ
কাঁচঢাকা কাঠের ঘরের থেকে
বড়ই দূরের দৃশ্য দৃষ্টি তোমার খোঁজে...
তাকাও তুমি আমার পানে, দূরের একটু আগে?
এবার খেলা হবে, খেলা হবে,
খেলা হবে আবির রঙের ফুলে...
ফাগুন একা গাঁথবে জয়ের মালা
নানা ফুলের রঙে নব বসন্তেরই সাঁঝে,
দূরের থেকে দৃষ্টি তোমার নামিয়ে এনো কাছে
দেখো, তোমার চোখের সম্মোহনে আজও বসন্ত চেয়ে আছে।