আসক্তি কমছে আলো হাওয়ার,
তবুও, শিকড় গভীর থেকে গভীরতর...
মাটির পাঁজর ভেঙে গভীর সে ক্ষতগুলো
আকাশ ছুঁতে চায় দু'হাত তুলে গাছের মত।
আমি আগন্তুক এখানে, বিস্তৃত অরণ্যে
সীমারেখা ছাড়িয়ে তুলে নিয়ে আসি হাতে,
এক শিকড়ের থেকে তামাদি ক্ষতের খতিয়ান...
ওপরে, আরও অনেক ওপরের ডালে দিই ছড়িয়ে;
উড়ে যাক অজানার প্রলেপ মেখে সে নৈরাশ্য...
শুদ্ধ সমীকরণের খনিজ বিশ্লেষণে আসুক সমাধান।
শিকড়ের শিরায় শিরায় চলাচলে বয়ে যাক উচ্ছল কলতান,
ক্ষতগুলো ক্ষয়ে গিয়ে মাটির পাঁজরে সাজুক আলো হাওয়ার অভিধান।