ছলাত্ ছল্ নদীর জল
ঘাটের ধারে পার ভেঙে দেয়,
আকুল পাথার ভাবো বসে
হাত ভেজাবে, না পা ভেজাবে...
ইচ্ছে করলেই জল ছোঁওয়া যায়;
শুধু সময় স্রোতে নদী বয়ে যায় অন্য ধারায়।
রাত্রি যেমন পুরোটা অন্ধকার নয়
তেমনই, সকালও শুধু আলো নয়;
আশা, বিশ্বাস, দ্বন্দ্ব, ভয়
জ্বলন, রক্তক্ষরণ... কোনোটাই তেমন নয়।
তবুও সোজা রাস্তায় হেঁটে গেছি
প্রতিরোধের মুখোমুখি, প্রতিরোধ গড়ে দিতে।
প্রকাশ্য ভিড়ে অপ্রকাশ্যে আর কতদিন এ লড়াই!
একটা ডানা দিও আমায়।
ইচ্ছে হয়েছে আকাশ ছোঁওয়ার...
দুটি বিন্দু জুড়তে চাই,
তুমি আর আমি... একটা সরলরেখায় তোমার থেকে আমায়;
সাগর পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে, জঙ্গল সরিয়ে
জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথ ধরে...
প্রতিপক্ষ প্রতিরোধের মুখোমুখি প্রতিদিন
প্রকাশ্যে রুখে দাঁড়ানোর ইচ্ছে থাকলেই,
পার ভাঙা ঘটের ধারেও আকাশ ছোঁওয়া যায়।
তাই, দুটি বিন্দু জুড়ে দিতে চাই।
তোমাকে আর আমাকে।
সোজা রাস্তায় হেঁটে গিয়ে
একটা সরলরেখায়...