হলুদ রঙা যুঁইফুল,
তুমি একটা দিনে পুরুষ হয়ে ওঠো।
ঘোর তপস্যায় আগুনের আঁচ শরীরে মেখে
হেঁটে এসো, রূপান্তরে এক জন্ম থেকে আরেক জন্মান্তর...
খল নয়, খর তেজে;
কোমল হৃদয়ে যক্ষের কঠিন পৌরুষ
আম্বিকেয় নলিনী রাগে সাজিয়ে আরও একবার,
লোহিত পিপাসু খোলা চুলের ক্ষুধা নিবারণে হয়ে ওঠো ব্রতী।
সে তোমার সহোদরা বা আত্মীয়া হোক বা না হোক সংসারে...
তার ভূলুণ্ঠিত সেই দেহে যদি ধুলো লেগে থাকে...
যেখানে অভিমানে তোমার পদচারণ,
সে ধুলো কি পাবে সে সম্মান!
অবহেলিত, অভিমানে পরাজিত, এক সামান্য সুগন্ধি যুঁইফুল তুমি...
পারো নাকি রক্ত গোলাপের মতন আরও একবার অক্লেশে
গন্ধহীন কণ্টকশয্যায় শোওয়াতে আহ্লাদী অবিচারকে,
চূড়ারোহিত ঐতিহ্যের ক্ষীণতাকে, শিখণ্ডী!
সূর্যোদয় থেকে সূর্যাস্ত... একদিনই তোমার সময় মাত্র;
ওঠো জাগো আবার, নাহলে তোমার গন্ধও যাবে হারিয়ে।