চাঁদ পোহানো ঝলসানো অন্ধকারে
খেলছি আমি,
খেলছো তুমি,
পক্ষে...
প্রতিপক্ষে;
মহাজাগতিক খেলা।
কায়াহীন অবিশ্বাসে পুড়ে স্বপ্নামায়া
সহ্যের সীমায়
গড়ে ইমারত,
প্রখর...
জ্বলন্ত...
বিষুবীয় উষ্ণতায়।
কৌণিক দূরত্বে মেরু বদলায়,
জ্বলে ওঠে
দেহ মন,
বালুচরে...
শৃঙ্গারে...
ব্যাভিচারি মত্ততায়।
তবুও...
চাঁদ পোহানো ঝলসানো অন্ধকারে
কায়াহীন অবিশ্বাসে পুড়ে স্বপ্নামায়া
কৌণিক দূরত্বে মেরু বদলায়,
বালুচরে,
শৃঙ্গারে,
ব্যাভিচারি মত্ততায়
প্রখর
জ্বলন্ত
বিষুবীয় উষ্ণতায়,
পক্ষে,
প্রতিপক্ষে...
মহাজাগতিক খেলা
খেলছি আমি,
খেলছো তুমি।