সুদূর এক নক্ষত্রমণ্ডলী থেকে আমার জন্ম,
প্রতিটি কোষে আমার জ্যোতিষ্কের উষ্ণতা,
মহাজাগতিক শক্তির রহস্যময় কল্পনাতে
ভৌত-রাসায়নিক সংশ্লেষে আমার উদ্ভব;
তাই ঐ প্রতিটি তারার এক একটি অংশে
এ আমার এক স্বাধিকার, দুর্বার, দুর্নিবার ...
সে তারারা ত্রিরাত্রি আলো ছড়ায় তোমার শরীরে,
নীলাভ স্বপ্নের গর্ভে জ্যোতিষ্কের সে উষ্ণ প্রস্রবণে
তোমার মানবিক সংশ্লেষে ছিটকে পড়ে দিগ্বিদিক;
উল্কার মতো ধেয়ে যায় ওরা বিমূর্ত পরাবাস্তবতায়...
ভুলে যাওয়া কক্ষ পথে খুঁজে নিতে চায় আপনাকে।
ঘুম ভাঙ্গা চোখে চাও না কি ছুঁতে সে এক তারাংশ!
খণ্ড বিখন্ড তারা জড়ো করে রেখো তুমি শুধু স্বপ্নের আস্তাকুঁড়ে...
আলো ছড়ানো তারাকুচিরা সকালে তোমার শরীর ছুলে
দম্ভের সাথে লুকিও নিজেকে, তাদের ছায়াতলে
ছায়ার গর্ভে ক্ষমা করে দিও সে নীলাভ সংশ্লেষ;
রেখে যেও আহ্বান উষ্ণ প্রস্রবণ তীরে দূর জ্যোতিষ্কের,
ভৌত-রাসায়নিক উষ্ণতায়, স্বাধিকারে জন্ম দিতে একটি তারার।
রহস্যময় কল্প কোষে দুর্বার... দুর্নিবার...