রাতের বাতাস আকাশে ঘুরছে, গান গাইছে,
চূর্ণ বিচূর্ণ রাতে বহু দূরে কাঁপছে নীল রঙা তারা।
এরকম এক রাত্রি পেরিয়ে অন্তহীন আকাশের নিচে,
আয়াত চারণভূমিতে বিচ্ছুরিত হয়েছিলো আর এক রাত্রি।
সমস্ত যন্ত্রণা আড়াল করেও একবার বিদায় জানাতে পারিনি তাকে;
বলতে পারিনি ভালোবাসি, বলতে পারিনি...
রেখে যাও মুহূর্তগুলো, মেরামতির কাজে বড় দরকারি।
একাকীত্ব লজ্জায় অভিভূত আঁধার ছিন্নভিন্ন স্বপ্নে ধারণ করে
স্বাচ্ছন্দ্যহীন জীবনযাপনের মত মূল্যহীন সম্পর্কের কঠিন শীতলতা।
আর চেয়ে থাকে অবাক গালে শুকনো জলের দাগে জেগে থাকা প্রশ্ন কিছু একা;
গত রাতে নির্জন দ্বীপে সৈকতে শুধু কি চাঁদ জ্বলেছিলো একা?
প্রতি মুহূর্ত ফ্যাকাসে আলোতে জোয়ারে ভিজতে চায় না তো আর;
সর্বোত্তম চেষ্টার অবশিষ্টের উচ্ছিষ্ট ছুড়ে ফেলে দেওয়া অন্তহীন রাত্রিকাল...
চেয়েছিলো কি বলতে ভালোবাসে, নীল রঙা যে তারা দূরে কেঁপে ওঠে, তাকে!
সিদ্ধান্ত দ্বারা বিভক্ত দুজনেই আগুনে পোড়া, আপন কথায় বিভ্রান্ত, প্রলুব্ধ আকাঙ্ক্ষায়!