আমার নাম মেঘ হোক আজ থেকে |
যদি অকারণে রাতের বেলায়
চোখ আলেয়া খুঁজে মরে ,
দীঘির জলের শাপলা ফুলের
গন্ধ ভেসে আসে ,
নীল রঙা ঘর নীল মশারিতে
একলা কেঁদে ওঠে ,
খুলে রাখা চশমাটাও
যদি এমনি ঝাপসা লাগে ,
আলগোছেতে দহন জ্বালা
ভুলতে চেষ্টা করো ,
লাল আগুনের নীলচে আভা
একটু সরিয়ে দেখো ...
রোদজ্বলা সব ঘাসের রঙে
মনভাঙানো ব্যাথায়
লাল আগুনের নীলচে আভা
যদি এমনি শীতল লাগে,
জেনো সব আকাশই এমনি ভাবে
উদাস হয়ে থাকে ,
শুধু ঘাসের বীজে বৃষ্টি ছোঁয়ার
ইচ্ছেটুকুই জাগে ;
জেনো সেথায় কালচে মেঘে
দীঘির জলের কান্না জমে থাকে
সেই কান্নাই আনবে যে মেঘ
নীলের ওপার থেকে ....
তাই ,
আমার নাম মেঘ হোক আজ থেকে |