মার্শাল ,
একা বসে একদিন
তোমার সব লেখা পড়ে নেবো...
এতো যে অভিমান...
দেখবো কেমন পুষে রাখতে পারো!
সব কথা শুনে নিয়ে
তোমার সামনে দাঁড়াই যদি এসে,
নতুন কথা তৈরি রেখো তখন...
না হলে বুঝবো
এতদিন কিছুই বলোনি তুমি
বলে যাওয়ার ছলে।
তখন আর আমার বইয়ের মলাট
হাওয়ায় উড়বে না...
পুরনো পাতার গন্ধ
লাগবে না আর নাকে...
নতুন কথা যদি সত্যি কিছু থাকে...
খুঁজে নেবে সেইদিন আমাকে
তোমার অভিমানগুলো;
না পড়া মনে করা
তোমার লেখাদের ভিড় থেকে।
*****************************************
আসরের জনপ্রিয় কবি ও আমার বন্ধু মার্শাল ইফতেখার আহ্মেদ...
বরাবরই তার অভিযোগ তার লেখায় আমি বিশেষ খুব একটা আসি না...
তাই তার প্রতি আমার উক্তি...
"এ কবিতা মার্শাল তোমাকেই উৎসর্গ করলাম"