যে পাখিরা কখনও ঘুমোয় না,
ভাবতাম তারা জন্মায় সাগর থেকে!
ছুঁড়ে দেয় তীরের মতো শীতলতা
রোদের কারুকাজে, পৃথিবীর মায়া
ভরে নিয়ে মেঘের মিনারে অক্লেশে...
আর ধনুকের মতো বাঁকা চোখে
বাগানে উড়ে আসে ছায়া সেজে
ক্রান্তিয় অরণ্যের বিষুবীয় উত্তাপ,
শতাব্দীর ঘন জটে ঘেরা বৃদ্ধ বটের
ঘুম-চোখো স্বপ্নের মতো নিথর..
এই ধূ ধূ প্রান্তরে শুধু একটাই ছায়া,
যেন শকুনির মুঠো ভরা রাত্রি শাসন!