বড় হতে বড়ই সাধ, পোষে স্বপ্ন অন্তর
সাধনাতে দিতে মন, হয় না-তো সত্বর।
আলো এসে চোখে পড়ে, তবু থাকে মগ্ন
শুয়ে শুয়ে এঁকে চলে, কত রঙিন স্বপ্ন।
করি করি করে কাজ, হয় না-তো করা
দুপুর রোদ মাথায় পড়ে, বড় বেশী কড়া।
দিন শেষে শূণ্য হাত, চাপড়ায় কপাল
অভিমানে ছিঁড়ে ফেলে, স্বপ্নের জাল।
সহজ যত স্বপ্ন দেখা, পূরণ তত সহজ না
ছুঁতে স্বপ্ন আপন করে, করা চাই সাধনা।
অলসতা ভাঙ্গে স্বপ্ন, শুধু করে হাহাকার
কেঁদে কেঁদে বুক ভাসে, দোষে শেষে বিধাতার।
সফলতা দ্বারে দ্বারে, দেয় না-তো ধন্না
সাধনা ও শ্রম বিনা, তারে ধরা যায় না।
ঘটে যদি কভু মিলন, স্বপ্ন ও সাধনার
স্বপ্নেরা দেবে ধরা, হয়ে রবে আপনার।