একদিন মৃত্যু আমায় করবে বরণ
মাটিতে আমার হবে গো শয়ন।
সুগন্ধি মাখা দেহটা আমার পোকামাকড় করবে ক্ষয়
যে ধুলাতে জন্ম আমার মিশে যাব সেই ধুলায়।
ছিঁড়বে সেদিন সুতায় বুনা সংসারের সব মায়াজাল
টেক্কা দিতে টাকা সেদিন দেবে না তো কোন ফল।
অট্টহাসির অট্টালিকায় থাকবে নাকো আমার বাস
তারই মাঝে খুঁজি তবু মিছে বাঁচার আশ্বাস।
কত ভাবনা ভাবি আমি চলতে গিয়ে এ ভবে
চাহিদার নাই কো শেষ বিপথে যাই অভাবে।
জড়াতে যাদের জড়াই আমি নিত্য জঞ্জালে
মুছবে আমায় তারা সেদিন চোখের অশ্রুজলে।
গড়তে গিয়ে গড়ছি আমি গরিমারই রাজপ্রাসাদ
রক্ত চুষে খাচ্ছি যেন রক্ত ছাড়া পাই না স্বাদ।
দাম্ভিকতায় দহন করি যাদের হৃদয় দিবা-রাত
তারাই হয়ত আশিস চাইবে তুলে ধরে দুটি হাত।
মাটির সাথে মিশবে সেদিন আমার যত অহংকার
দামি পাথরে বাঁধালেও কবর লাভ কি তাতে আমার।
মাটির আমি মাটিতে আমার হবে ক্ষয়
তবুও কেন জাগে না মনে একটুও মৃত্যু ভয়?