আমি সাগর হব দুঃখকে লালন করে।
আলতা পায়ে আলতো করে
যখন হাঁটবে আমার কূলে,
ঢেউ হয়ে আছড়ে পড়ব
তোমার কোমল পায়ে।
তুমি যখন উদাস চোখে
তাকাবে আমার বিশাল বুকে,
আমার কূলের শীতল হাওয়ায়
দেব তোমার চুল উড়িয়ে।
তোমার সঙ্গীকে আমার ঈর্ষা হবে
হয়ত আমি উত্তাল হব রোষানলে।
জ্বলে উঠবে আমার ক্রোধ
মনে হবে ভাসিয়ে নিয়ে গহ্বরে
করি তার শ্বাসরোধ।
তবুও কথা দিলাম
সূর্য তাপে পোড়াব সকল ক্রোধ।
ভাসিয়ে তারে,
ভাসাব না তোমায় চোখের জলে
পোড়াব না তোমার মন।
বরং বেদনাকে বাষ্প করে
আকাশে উড়িয়ে দিয়ে
আমার কূলে তোমার রোমাঞ্চের
করব সব আয়োজন।
এমনি করেই আমি সাগর হব
বিশাল সাগর যেমন।