কত ভালোবাসো কত ভালোবাসো বলে
যাচাই করি মোরে শুধাতে বারেবারে।
বলিতাম আমি, করো গো আমায় মাফ
ভালোবাসার হয় না কোন পরিমাপ।
আভিমানে হইলে তব মুখ গম্ভীর
আমি অধম খুঁজিতাম পথ সন্ধির।
বলিতাম, হইও না গো অতই অস্থির
ভালোবাসা মোর সাগর সম গভীর।
তুলনা করি কতই না উদাহরন
প্রকৃতি হইতে করিতাম আহরণ।
আকাশ-বাতাস, সাগর-পাহাড়, নদী
মাপিতে প্রেম, কিছুই রাখি নাই বাকী।
দিয়াছি শুধু শুধু তোমারে কত ফাঁকি
আজ জানি ব্যথা-ই আসল মাপকাঠি।
ভালোবাসা যত, ব্যথা তত জাগে বুকে
সেতারের সুর উঠে, বাদকের বাঁধে।
শূন্যতায় জেনেছি, ছিলে কতটা জুড়ে
ব্যথার তীব্রতা জাগে আর্তনাদ সুরে।
চলিয়া গিয়াছ তুমি আপন খেয়ালে
কতটা যে ছিলে গেঁড়ে, উপড়ে দেখালে।