স্মৃতিরা আজ জোনাকি পোকা জ্বলে আর নেভে
আঁধার ঘরে তাদের ছোঁয়া রোমাঞ্চ আনে।
জোনাকির সাথে করে খেলা কাটে মোর বেলা
ভালোই আছি আঁধার ঘরে ভুলে সব জ্বালা।
স্বপনেও এসো না তুমি জ্বালাতে কোন আলো
জোনাকির সাথে করে খেলা আছি বেশ ভালো।
নির্ঘুম রাতে ওরা আমার সঙ্গী-সাথী
ওদেরকে আজ আমি বড় বেশী ভালোবাসি।
জোনাকিরাও দুষ্টু বড় তোমার মতই
দেয় না ধরা হাতের মুঠোয় চাই যতই।
আঙ্গুলের ফাঁক পেলে উড়ে যায় গোপনে
রাখি যতই হাতের মুঠোয় অতি যতনে।
আঁধার ঘরে আলোকিত জোনাকি আলো মেখে
হয়ত বা জোনাকি হবো জ্বালাবো আলো বুকে।
তোমার আলো হারিয়ে গেলে কভু বেলা শেষে
দেবো একমুঠো আলো জোনাকি পোকার বেশে।