এসেছি বলে ভেবনা তুমি, চাইতে এসেছি ভালোবাসা
নই কো আমি প্রেম ভিক্ষারি, নয়ন জলে ভাসা।
ভেবনা কো বলব তোমায় ‘একবার বলো ভালোবাসি’
ওসব কিছু হয় না আমার, নইকো আমি অভিলাষী।
চাইব কেন ভালোবাসা, আছে যখন বুক ভরি
সেগুলো শুধু বরফ জমা, হয়ে আছে পর্বত-গিরি।
গলবে বরফ, বইবে স্রোত, পেলে তোমার উষ্ণতা
সঞ্চিত যা বিলিয়ে তা জীবন পাবে পূর্ণতা।
চেয়ে দেখো চারিদিকে চলছে প্রেমের খরা
নিষ্ঠুরতায়, স্বার্থপরতায় বিশ্ব ভুবন ভরা।
উষ্ণতা পেলে তোমাতে আর রব না কো বন্দী,
নিজেরে গলাবো, ভালোবাসা বিলাবো
হয়ে যাব বহতা নদী।
দিতে না চাও উষ্ণতা তোমার, আঘাত হানো বুকে
নদী না হই বৃষ্টি হব, বুকের বরফ ভেঙ্গে।
বৃষ্টির জলে ভেজাবো সবারে, দূর করবো খরা
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা-হয়ে উঠবে এ ধরা।