দুঃখ সুখ নিয়েই
মানব জীবন গড়া,
দুঃখকে জয় করেই
সুখের পরশ পাওয়া।

হাতে আছে অল্প সময়
কাজ যে অনেক বাকি,
কেমন করে করব শেষ
বসে বসে কেন ভাবি?

শত সহস্র থাকবে বাধা
আনতে গেলে জয়ের মালা,
গোলাপ কুঁড়ি তুলতে হলে
কাঁটার আঘাত সইতে হবে।

দুঃখকে ভয় করলে
সুখ আসে না জীবনে,
সকল বাধা পেড়িয়ে
চলো এবার সম্মুখে।


রচনাকালঃ ১৯৯৫ সাল ইঃ