ভুলবে না কভু বাঙালী জাতি
ভুলবে না কভু বাংলার মাটি;
ভুলবে কেমন করে সেদিনের কথা?
বাংলা মায়ের মনে যেদিন দিয়েছিল ব্যাথা।
ভুলবে কেমন করে বাংলার মাটি?
এ মাটিও তো সেদিন
সহেছিল বোমের আঘাত,
সবুজ কোমল ধান ক্ষেত সেদিন
হয়েছিল রক্ত-প্রপাত।
যুদ্ধ করতে গিয়েছিল
বাংলা মায়ের ধন,
চেয়েছিল মা তারই পানে
তবু ফিরলো না
সে আর মায়ের কোলে।
এ ব্যাথা কি কেউ ভুলতে পারে?
(কবিতাটি আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখনকার লেখা। বিজয়ের মাসের শুরুতে শহীদদের স্মরণে প্রকাশ করলাম।)
রচনাকালঃ ১৯৯৫ সাল ইঃ