কিসে নিভবে এ দহন?
হে মধুমতি,
তোমার আছে কি এত জল?
নেভাতে পারো আমায়,
করতে পারো শীতল।
তুমিই তো অনন্ত সাক্ষী!
তোমারি তীরে সেদিন
চিতার আগুনে তুলে,
জ্বালিয়ে দিয়েছে আমায়;
ভালোবাসা করতে বিলীন।
আমি তো জ্বলছি আজো;
কি রাত্রি কি দিন।
তবু ভালোবাসা হয়নি একটুও লীন।
পোড়ে হৃদয়, পোড়ে মন- পুড়ে যায় ফ্রেম,
অদাহ্য হয়ে রয় ফ্রেমে বাঁধানো প্রেম।
নিভবে কি এ দহন?
না-কি জ্বলবো আজীবন!
হে মধুমতি,
তোমার আছে কি এত জল?
নেভাতে পারো আমায়,
করতে পারো শীতল।