বলার আছে অনেক কিছু
অনেক কথাই বলতে চাই,
ভাবনার মাঝে হারিয়ে ফেলি
কিছুই বলা হয় না তাই।
ভাবনাগুলো এলোমেলো
কিলবিল করে পোকার মত,
সাজাতে গেলে ভারি কষ্ট
শুধুশুধু সময় নষ্ট।
যদিও বা সাজাই কিছু
বলতে গেলে হই ভীতু,
প্রকাশ পেলে অন্য অর্থ
কথাগুলো হবে তেতো।
কথার প্যাঁচে না জড়িয়ে
আসল কথায় আসা যাক,
বলতে চাওয়া কথাগুলো
নিজের মাঝে প্রকাশ পাক।