আমি চলছি, আমি হাঁটছি
উচ্চে কি অতল গহ্বরে,
উর্ধ্বে কি মর্তে
জলে নাকি স্থলে,
প্রেমে না ঘৃণায়
সত্যে নাকি মিথ্যের পানে
জীবন ধায়?
আমি চলছি, আমি হাঁটছি
জানা কি অজানার মাঝে
আলো কি আঁধারের পথে,
আশা নাকি নিরাশার মাঝে
মৃত্যু নাকি জীবনের পথে
ধ্রুবজাল বুনে যাই?
আমি চলছি, আমি হাঁটছি
কাঁদাতে নাকি কাঁদতে
জ্বলতে না জ্বালাতে,
হারাতে নাকি হারতে
জেতাতে না জিততে,
পেতে নাকি দিতে
নাকি শুধু চলার নেশায়?
আমি চলছি, আমি হাঁটছি
হোঁচট খাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি
উষ্ণ নাকি শীতল হাওয়ায়
আমার প্রাণ জুড়ায়;
আমার জানা নাই।
আমি শুধু জানি
আমি চলছি, আমি হাঁটছি।