আমারে তুমি করিতে পার পর
তুমি যে আপন আমার
জনম জনম ভর।
তুমি না খুলিলে দ্বার
চারিদিক হয় অন্ধকার,
তবুও যে আলো
পথ দেখায় আমার;
তা তোমার, শুধু তোমার।
শিখা নিভিতে পারে তোমার
কিন্তু সে শিখায় জ্বালানো প্রদীপ আমার,
নাই ক্ষয় তার
আলোকিত আমার ঘর,
এ প্রদীপ জ্বালানো তোমার ভালোবাসায়;
শুধু তোমার, শুধু তোমার।