ঘরে থাকি, দূরে রাখি,করোনার সংক্রমণ
প্রতিরোধ গড়ি, একসাথে লড়ি, অদৃশ্য আক্রমণ।
একাকী থাকি, একাকী বাঁচি, বাঁচাতে আপন জন
দুঃখ দহনে, বিশ্বাস বাঁধনে, সাহসী দৃঢ় মন।
বাঁচাতে প্রাণ, থাকি সাবধান, স্বাস্থ্য বিধি মেনে
আতঙ্কিত নয়, হবো সচেতন, সঠিক তথ্য জেনে।
মানি শিষ্টাচার, হাত ধুই বারে বার, না ছুঁই নাক মুখ আঁখি
রেখে ব্যবধান, বাড়াই মনের টান, নতুন স্বপ্ন আঁকি।
ঠেকাতে বিস্তার, থাকি পরিষ্কার, কমাই স্বাস্থ্য ঝুঁকি
কাটবে এ আঁধার, খুলে যাবে দ্বার, সবাই হবো সুখী।
যথা সাধ্য দান, রাখি অবদান, দীনহীনের তরে
চেয়ে নেই ক্ষমা, যত পাপ জমা, বিধাতার দরবারে।