শীতার্তদের আর্তনাদ
মোছাম্মৎ সীমা ইসলাম
জয়পুরহাট।

হিমেল মরুৎ বইছে  ধরায় শীত এসেছে তাই,
হিমেল পরশ লাগছে গায়ে গরম পোশাক চাই।
শীতের দিনে কাঁপছে বসে পোশাক যাদের নাই,
পোশাক  দিতে তাদের  ঘরে  চলো  সবাই  যাই।

আশে- পাশে অনেক আছে গরীব দুখী লোক,
শীত তাড়নায় মনের ভিতর বাড়ে শুধু শোক।
থরথরিয়ে কাঁপতে থাকে   শীতের  তরে রোজ,
কত  রকম  রোগে  ধরে  কেউ রাখে না খোঁজ।

অনাথ শিশু কাঁদছে বসে বস্ত্র নেই তার গায়,
শিশির ঝরা  প্রবল   শীতে  কষ্ট  কত  পায়।
প্রবল  শীতে  পোশাক  ছাড়া  বাঁচা বড় দায়,
কেঁদে কেঁদে সবার থেকে  গরম পোশাক চায়।

গরীব   দুখী বস্ত্রহীনরা  পাচ্ছে  ভীষণ  ভয়,
হাড়  কাঁপানো   এমন শীতে  মরণ বুঝি হয়।
কেবা  দিবে গরম পোশাক পথটি চেয়ে রয়,
শীতের বস্ত্র  তাদের দিয়ে দুঃখ করি ক্ষয়।

শিশির ঝরা রাতে থাকে কাঁথা কম্বল হীন,
শীতের  সময়  বস্ত্রহীনদের  কষ্টে কাটে দিন।
প্রবল শীতে বস্ত্র ছাড়া  বাঁচবে কি এই জান?
এসো সবাই সাধ্য মত  পোশাক করি দান।