স্বাস্থ্য বিধি মেনে  চলে
রক্ত করি দান,
রক্ত দানের উছিলাতে  
বাঁচবে কারও জান

এমন  মহৎ কাজের সাথে
তুলনা তো নাই,
এসো সবে মুমূর্ষুকে
রক্ত দিতে যাই।

রক্ত দিলে কমে না আর
নতুন রক্ত হয়,
  তবে কেন রক্ত দিতে
করি  এত ভয়?

রক্ত বিহীণ কিছু  লোকের
প্রাণটা চলে যায়,
রক্ত দিলে নতুন করে
জীবন ফিরে পায়।

মানব সেবায় ব্রত হয়ে
রোগীর পাশে যাও,
রক্ত দানে আমল খাতায়
নেকি তুলে নাও।



স্বরবৃত্ত  ছন্দ ৪+৪+৪+১
রচনাকাল ১৯/১০/২৩