রক্তে কেনা দেশ
মোছাম্মৎ সীমা ইসলাম
জয়পুরহাট।
পাক-বাহিনী দানব বেশে
দেশটি রাখে ঘিরে,
নয়টি মাসে যুদ্ধ করে
বিজয় এলো ফিরে।
লড়াই করে বীর বাঙ্গালি
বুকে সাহস নিয়ে,
স্বাধীন করলো বাংলার ভুমি
তাজা রক্ত দিয়ে।
ডিসেম্বরের ষোল তারিখ
আত্ন ত্যাগের দিনে,
আনন্দে মন উঠলো বেজে
বিজয় গাঁথা বীণে।
লাল সবুজের এই পাতাকা
রক্ত দিয়ে কেনা,
জীবন দিয়ে আনলো যারা
ভুলবো না তাঁর দেনা।