রবের সান্নিধ্যে যেতে চাই
মোছাম্মৎ সীমা ইসলাম।

আমার মন খারাপের গল্পগুলো একান্তই
আমার রবকে বলতে চাই।
চোখের কণায় লুকিয়ে থাকা অশ্রুগুলো
শুধু রবের সমীপেই ঝড়াতে  চাই।
কারণ আমি জানি আমার রব ছাড়া অশ্রুর ভাষা
আর কেহই  বুঝবে না।
তিনি ছাড়া এক ফোঁটা  অশ্রুর ও  কেহই  মূল্য দিবে না।
হৃদয়টা না হয় কষ্টের  অথই সাগরে ভেসে যাক।
কিছু ভালো লাগা ভালোবাসা চাওয়া পাওয়ার
হিসাবের খাতা না হয় নিলাম হয়ে যাক।
হোক না সব কিছু  ত্যাগ যে ত্যাগের বিনিময়ে
অর্জিত  হবে  রবের  দয়া ও ভালোবাসা।
যার জীবনে রবের দয়া ও ভালাবাসা আছে।
তাঁর আর কি লাগে?
জীবনের  সমস্ত পরিকল্পনা রবের নিকট জমা থাক।
কারণ তিনিই তো উত্তম পরিকল্পনাকারী।
না হয় কিছু  আপনজনদের বন্ধন দূরুত্বের
সীমাবদ্ধতায় মিলিয়ে যাক।
হোক না চলার পথটি একাকিত্বের,
তবুও যেতে চাই রবের সান্নিধ্যে।

রচনাকাল,২০/০৯/২৩