শত ফুলের সুবাস নিয়ে
এলো শরৎ রানী
বদলে দিবে প্রকৃতি রূপ
শরৎ কালের বাণী।
শরৎকালে নীল অম্বরে
শুভ্র মেঘের ভেলা
ছোটাছুটি --লুকোচুরি
করছে কত খেলা।
ভোর বিহনে মুক্তা ঝরে
শিশির কণা ঘাসে,
পাকা তালের সুবাস ছড়ায়
ভাদ্র -আশ্বিন মাসে।
শান্ত-স্নিগ্ধ কোমল মরুৎ
বইছে ধরার মাঝে,
সবুজ শ্যামল এই ধরনী
নতুন রূপে সাজে।
মুক্ত মনে নীল গগনে
বকের সারি উড়ে,
তেপান্তরে ঘুরছে তারা
সারা আকাশ জুড়ে।
নদীর ধারে কাশের বনে
ফুলের কলি হাসে,
পুকুর বিলে হাওর হ্রদে
শাপলা শালুক ভাসে।
রবের দারুণ এই মহিমা
কি অপরূপ সৃষ্টি,
মুগ্ধ করে প্রকৃতি রূপ
কাড়ে সবার দৃষ্টি।
স্বরবৃত্ত ৪+৪+৪+২
রচনাকাল ১৫/০৭/২২