অর্থ আছে যার
মোছাঃ সীমা ইসলাম
জয়পুরহাট।

অসহায় ও গরীব মানুষ
কষ্টে মরে ভাই
এই সমাজে তাদের দুঃখ
দেখার  কেহ নাই

চোখের জলে দুখের স্রোতে
বয়ে চলে ঢেউ।
শত কষ্ট  মনের ভিতর
বুঝে না তো কেউ।

ধণী লোকের পাশে গিয়ে
সবাই মারে তেল,
গরীব দুখীর কাছে গিয়ে
দেখাই শুধু খেল।

ধণী লোকে পাপ করেও
ক্ষমা পেয়ে  যায়,
টাকার জোড়ে সর্বক্ষেত্রে
প্রধান আসন পায়।

ব্যবহারটা  হোক না খারাপ
স্বজন বেশি  তার।
কদর বেশি এই সমাজে
অর্থ আছে যার।