নেট দুনিয়ায় ব্যস্ত
মোছাম্মৎ সীমা ইসলাম।
কি জামানা এলে ভবে,
নেট দুনিয়ায় ব্যস্ত সবে।
ফোনটা নিয়ে হাতে,
যুবক বুড়োর এ কি মতি?
নৈতিকতার হচ্ছে ক্ষতি
যায় আসে না তাতে।
হচ্ছে যেনো পাগল পারা
যায় না চলা ফোনটা ছাড়া,
সব কিছু হয় ফোনে,
সময় গুলো যাচ্ছে চলে।
যুবক বুড়ো একই দলে
বেলা যায় গান শোনে।
ভালো- মন্দ দু’টোই আছে
ছোটে বেশি মন্দর কাছে
শয়তান আঁকে ফন্দি,
বাস্তবতা--- দূরে টেলে
নেট দুনিয়ায় আঁখি মেলে
মায়ার জালে বন্দি।
নেটের রাজ্যের হতে রানী
ছড়াই কত অশ্লীল বাণী
নোংরা ছবি ছাড়ে,
সম্মানের নাই কোন মূল্য
যেনো পুকুর পানির তূল্য
লাইক কমেন্ট বাড়ে।
নিত্য নতুন বন্ধু জোটে
রঙ্গ তামাসার পানে ছোটে,
মানবতা -- ডেঙ্গে
কাঁপে না তার হৃদয় ভয়ে
পরকিয়ায় ---মুগ্ধ হয়ে
সংসার যায় যে ভেঙ্গে,
নেট জগতে হতে নামি
যুব -সমাজ বিপথ- গামী
ভাইরাল হওয়ার নেশা,
ওয়াইফায়ের লাইন নিয়ে
সকল কর্ম ছেড়ে দিয়ে
ফোন চালানো পেশা।
লেখা -পড়া গোল্লায় গেল
নেট জগতে কি বা পেল?
হলো জীবন নষ্ট,
প্রযুক্তির ঐ ফাঁদে পরে,
অঁকালে যায় জীবন ঝড়ে।
বাড়ে শুধু কষ্ট।