মানব সেবা
মোছাম্মৎ  সীমা ইসলাম
জয়পুরহাট।  
স্বরবৃত্ত ৪+৪+৪+২
মানব সেবা  মহৎ কর্ম
জেনে রেখো সবে,
হিংসা বিবাদ ভুলে গিয়ে
সেবা করেন  ভুবে।

মানব সেবা করেন সবাই
গরীর  দুঃখী দেখে,
কেমন করে সুখে থাকো
তাদের কষ্টে রেখে।

ক্ষুধার জ্বালায় কাঁদে বসে
গরীব দুঃখীর ছেলে
হাসি ফুটবে মুখে তাদের
একটু খাবার পেলে।

মাবন সেবা করার তরে
পূণ্য বেশি পাবে।
মানবতার ব্রত হয়ে
সেবা করতে   যাবে


সেবা করার ইচ্ছা থাকলে
উপায় আছে তবে,
সেবা করেন  আপন মনে
খুশি হবেন রবে।