কলম ধরো সবে
মোছাম্মৎ সীমা ইসলাম
কলম সৈনিক সত্য লিখতে
কলম নাহি কাঁপে,
সত্য কথন লিখবে সদা
রুখবে কে তার চাপে।
কলম সৈনিক লেখার দ্বারা
সুস্থ সমাজ গড়বে,
তাঁর কলমের কালি দিয়ে
ন্যায়ের পক্ষে লড়বে।
কবি লেখক এই সমাজের
তাঁরা হলেন দর্পণ,
সত্য কথন সমাজ মাঝে
করবে সদা অর্পণ।
অবিরত চলবে কলম
সাহসী এক সৈনিক,
কাব্যের ভাষায় প্রকাশ হবে
সত্য কথন দৈনিক।
বাঁধা বিপদ যতই আসুক
কলম ধরবে চেপে,
প্রতিবাদের দমকা হাওয়ায়
উঠবে সবাই কেঁপে।
অত্যাচারী-জুলুমকারী
নিপাত যাবে তবে,
ন্যায়ের পক্ষে অটুট থেকে
কলম ধরো সবে।