জীবনের গোধূলি
মোছাম্মৎ সীমা ইসলাম।
জীবন বেলার গোধূলিতে
সূর্য যাবে অস্ত,
জীবন জুড়ে ছিল যাহা
হবে সবই ধস্ত।
নিভে যাবে জীবন মাঝে
ছিল যতো আলো,
জীবন জুড়ে নেমে আসবে
অন্ধকার ও কালো।
দালান বাড়ি ছেড়ে গিয়ে
থাকবে মাঠির কবর,
একা একা থাকবে সেথায়
কেউ নিবে না খবর।
নিজের প্রতি ধরার মাঝে
জুলুম করছো যত,
কর্মগুনে আখিরাতে
শাস্তি পাবে তত।
জীবন সময় কেটে যাচ্ছে
করছো কত হেলা,
বুঝবে একদিন ঠিকই সবাই
শেষ হলে সব বেলা
লাভ হবে না তখন যদি
অনুতপ্ত জাগে,
সময় থাকতে ধরার মাঝে
বুঝতে হবে আগে।
কবর ঘরে শাস্তি হবে
আমলনামা ঘিরে,
বলবে তখন ধরার মাঝে
যেতাম যদি ফিরে।