জীবন তরী
মোছাম্মৎ সীমা ইসলাম
থিয়ট, জয়পুরহাট।
জীবন তরী চলছে নদী' সৃষ্টিকর্তার জোরে
অমানিশার শেষে দেখো রবি ওঠে ভোরে।
কিসের আশায় ভাসাও তরী প্রভূুর কথা ভূলে
সঠিক পথে না চলিলে ঠাঁই পাবে না কূলে।
উতাল পাতাল ঢেউয়ের মাঝে জীবন তরী ভাসে।
থামবে হঠাৎ ঢেউয়ের খেলা শেষ সময়টা এসে।
বাঁকা স্রৌতে বৈঠা হাতে বাইচো জীবন তরী
সময় শেষে বলবে তুমি এখন কি যে করি।
বাঁকা পথে চললে তরী হবে দিশেহারা,
দুখের স্রোতে ভাসবে তখন কেউ দিবে না সাড়া।
পাড়ি দিবে অচিনপুরে টিক টিক করে ঘড়ি,
নদীর ঘাটে না পৌছিলে পাবে না তো কড়ি।
বেলা থাকতে সঠিক পথটি খুঁজো নদীর মাঝে
জীবন প্রদীপ নিভে যাবে পথ হারাবে সাঁঝে।
পরপারে একা থাকবে হয়োনা পথ হারা,
কেউ রবে না সাথে তোমার যাত্রী ছিলো যারা।