হায়াত ঘড়ির কাঁটা একদিন
যাবে সবার থেমে,
নিভে যাবে জীবন প্রদীপ
মরণ আসবে নেমে।
সময় যত যাচ্ছে চলে
কমছে তত আয়ু,
দেহ থেকে কখন জানি
উড়বে প্ররাণ বায়ু।
কেউ জানি না ধরার মাঝে
কয়দিনই বা আছি,
হঠাৎ পাখি উড়ে যাবে
শূণ্য হবে খাঁচি।
আমল খাতায় লিখা আছে
গুনাহ যত জমা,
আয়ু থাকতে তওবা করে
চাও গো পেতে ক্ষমা।
জন্ম মৃত্যু সকল কিছু
মহান রবের রীতি,
মৃত্যুর কথা স্মরণ হলে
লাগে ভীষণ ভীতি।
মাটির নিচে পঁচে যাবে
মরার পরে দেহ,
কবর ঘরে চলে গেলে
ফিরবে না আর কেহ।
স্বরবৃত্ত ৪+৪+৪+২
রচনাকাল ১৯/০৯/২৩