গরীবের কষ্ট
মোছাঃসীমা ইসলাম
শীতে কাঁপা মানুষ মোরা
তাকায় বারে বারে,
কেহ একটু আসে কি না
কম্বল নিয়ে ধারে।
দেখে মোদের এইনা কষ্ট
হতে পারে মায়া,
দিন পর দিন যে আমরা
থাকি নাহি খায়া।
গরীব বলে আজকে আহা!
চায় না কেউ ই ফিরে,
রাতটা কাটাই কম্বল ছাড়া
নানান নদীর তীরে।
নাই তো আজি বাংলার বুকে
দান করিবার মানুষ,
অহংকারে উল্টো আরো
হয়ে গেছে ফানুস।
পারলে কেহ দান করো ভাই
মায়া যদি লাগে,
ক্যামনে থাকবো চিন্তায় মরি
শিশির ঝরা মাঘে।