এসো সবাই নামাজ পড়ি
দ্বিনকে করি আপন,
দেহের মাঝে প্রাণ থাকিতে
পড়ার আগে কাফন।
দুনিয়ার এই মোহে পরে
থাকো সদা ব্যস্ত,
ভুলে গেছো নিজের উপর
আছে যাহা ন্যস্ত।
কোন কাজেরই দোহায় দিয়ে
নামাজ করছো কাজা,
আখিরাতের বিচার দিনে
পেতে হবে সাজা।
দোহায় দিয়ে নামাজ ছাড়ছো
দেখাও কত যুক্তি,
সবার আগে হিসাব নিবে
কেউ পাবে না মুক্তি,
নামাজ ছেড়ে দিনে রাতে
ছোটছো টাকার পিছু,
অর্থ কড়ি ধনসম্পত্তি
কাজ দিবে না কিছু।
কুরআন মেনে দ্বীনের পথে
ফিরে যদি আসতে
জাহান্নামের অগ্নি থেকে
তবেই পারবে বাঁচতে।