পাহাড়ের নিচে এসে থমকে যেওনা
হতাশায় পিছু পানে চেও না
চোখের তারায় রেখো ওপারের ঠিকানা
রঙ্গিন সূর্যালোকিত আঙিনা ।

মলিন বেদনার কাস্তে তে শান দাও
হৃদয়ের দেয়াল গুলো খুলে দাও
পূবালী উষ্ণ হাওয়ায় প্রাণ ফিরে পাও
এবার গভীর সমুদ্রে তরী বাও ।

সাবল গাঁইতি তে একটু একটু কেটে যাও
হিংস্র পাহাড়ের সিঁড়ি বাও
আজ, কাল, আগামী দিন, চিরদিন গাও
চির নবীন ঝর্না ধারার গান গাও ।
=======================
১৮ই ডিসেম্বর ২০২২ ইং