মায়ের কোলে ভোরের আলো
আদর করে চুমু খেলো
কোথা ছিল কোথা এলো
অন্ধকারের দ্বীপ জ্বালাল

সোনা মনির কিচির মিচির
হাওয়ায় ভাসে আনন্দ সুর
পূব আকাশের সূর্য পেড়ে
তাড়িয়ে দেবে দুঃখ দূর

টুকটুকে লাল সূর্য জ্বলে
মায়ের কোলে আশা ফলে ।